সংবাদদাতা: wbicds.com | রাজ্যের বিভিন্ন জেলায় ICDS (ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস) কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। তাদের অভিযোগ ছিল, বহুদিন অপেক্ষা করার পরেও তাদের সম্মানী বৃদ্ধি হচ্ছে না। এর পাশাপাশি অবসরকালীন সুবিধা এবং পরিবেশ উন্নয়নের দাবি সরকারকে জানানো হলেও কোনো রকম সমাধান দেওয়া হয়নি। West Bengal ICDS Worker Protest 2025
West Bengal ICDS Worker Protest 2025
অভিযোগ ও দাবি :
পশ্চিমবঙ্গে ICDS কর্মীরা জানিয়েছেন –
১)সম্মানী জীবনযত্রার বেত তুলনায় বর্তমান খুবই কম চলছে।
২) আইসিডিএস অঙ্গনারী কর্মীদের কয়েক মাস থেকে কোনরকম নিয়মিত বেতন মেলেনি।
৩) অবসরকালীন কোন স্থায়ীভাবে সুবিধা দেওয়া হয়নি।
৪) প্রতিদিন কাজের পরিবেশ উন্নয়নের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি এবং আইসিডিএস অঙ্গনারী কর্মীরা এই দাবিতে রয়েছেন।
West Bengal ICDS Worker Protest 2025
কর্মীরা প্রকাশ করে বলেন:
সরাসরি আমরা গ্রামে গিয়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা দিচ্ছি, এর পাশাপাশি আমাদের নিজের সংসার চালানোর অবস্থা খারাপ পড়ছে। সরকারি নিয়ম অনুযায়ী বাজেট বরাদ্দ থাকলেও সঠিক নিয়মে আমাদের সম্মানী বৃদ্ধি করা হলো না।
বিক্ষোভ কর্মসূচির ঠিকানা :
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, কলকাতা ইত্যাদি বিভিন্ন জেলায় ইতিমধ্যে আইসিডিএস কর্মীরা স্লোগান শুরু করেছে। কিছু কিছু জায়গায় জেলা প্রশাসনের দপ্তরের সামনে ধরনা দেওয়া অবস্থায় রয়েছে।
আরো জানিয়েছে এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ সরকার অথবা কেন্দ্র সরকার কোনোরকম দ্রুত সমাধান না নিলে আমরা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।
West Bengal ICDS Worker Protest 2025
সরকারের প্রতিক্রিয়া জানুন :
সূত্রে খবর জানা গিয়েছে সরকারি বাজেট বরাদ্দের একটি অংশ এবং অনুমোদিত হলে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছু অর্থ এখনো বিতরণ হয়নি। সরকার সূত্র জানা গিয়েছে খুব শীঘ্রই আলোচনায় বসে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে কর্তৃপক্ষকে জানানো হবে।
ভবিষ্যৎ কর্মসূচি কি:
ICDS অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারকে সরাসরি হুশিয়ারি দিয়েছেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই ছোট্ট দাবি পূরণ না হয় তাহলে আমরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করব। যাতে পরিষেবা কার্যক্রমে ব্যাঘাত না ঘটে।
সংগঠনের এক নেত্রী বলেন আমরা কোন রকম ভাবে চাই না পরিষেবা বন্ধ হয়ে যাক। কিন্তু সরকারকে বুঝতে হবে আইসিডিএস অঙ্গনারী বিষয়ে পদক্ষেপ কেন এত দেরিতে হচ্ছে। আরো বলেন বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনে নামতে হবে, যদি আমাদের দাবি সরকার কর্তৃপক্ষ না মানে।
West Bengal ICDS Worker Protest 2025
Website link | Click Here |
Notice Link | Click Here |