School Job Recruitment 2025 – পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের নতুন চাকরির একটি বিজ্ঞপ্তি কর্মসংস্থান পেপারে আপডেট দিয়েছে। কোন পদে কতগুলি শূন্য পদ রয়েছে নিম্নে উল্লেখ করা হয়েছে। School Job Recruitment 2025
School Job Recruitment 2025
মোট শূন্যপদ – ৮৪৭৭টি
গ্রুপ – সি পদে | ২,৯৮৯ টি |
গ্রুপ – ডি পদে | ৫,৪৮৮ টি |
- ক্লার্ক পদে ১০০ নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা
লিখিত পরীক্ষা | ৬০ নম্বর |
অ্যাকাডেমিক স্কোর | ১০ নম্বর |
অভিজ্ঞতা | ৫ নম্বর |
১ বছরের অভিজ্ঞতার জন্য | ১ নম্বর ধরে |
ওরাল ইন্টারভিউ | ১০ নম্বর |
কম্পিউটার টাইপিং | ১৫ নম্বর |
মোট | ১০০ নম্বর |
School Job Recruitment 2025
- গ্রুপ – ডি পদে ৫০ নম্বর প্রার্থী বাছাই পরীক্ষা
লিখিত পরীক্ষা | ৪০ নম্বর |
অভিজ্ঞতা | ৫ নম্বর |
ওরাল ইন্টারভিউ | ৫ নম্বর |
মোট | ৫০ নম্বর |
- লাইব্রেরিয়ান পদে ১০০ নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা
লিখিত পরীক্ষা | ৭৫ নম্বর |
পেশাগত যোগ্যতা | ১০ নম্বর |
অভিজ্ঞতা | ৫ নম্বর |
ওরাল ইন্টারভিউ | ১০ নম্বর |
মোট | ১০০নম্বর |
School Job Recruitment 2025
বয়স সীমা :
গ্রুপ ডি ও ক্লার্ক ওদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে এক জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন : পরিবেশ বন্ধু পদে নিয়োগ শুরু | Parivesh Bondhu Recruitment 2025
বেতন সীমা:
এখানে তিনটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে নিম্নে বেতন গুলি উল্লেখ করা হয়েছে দেখুন।
POST (পদ) | SALARY (বেতন) |
Group D | 17,000 to 22,776 |
Clerk | 22,700 to ₹37,000 |
Librarian | 32,100 to 40,946 |
আবেদন পদ্ধতি :
১) এখানে শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে (WBSSC) গিয়ে আবেদন নথিভুক্ত করতে পারবেন।
২) আবেদন করার শুরুতে চাকরিপ্রার্থীদের একটি মোবাইল নম্বর ও বৈধ ইমেইল আইডি থাকতে হবে।
৩) সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিয়ে আইডি পাসওয়ার্ড তৈরি করে নিয়ে আবেদন করতে হবে।
৪) তারপরে আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা বলেছে স্ক্যান করে আপলোড করে নিতে হবে।
৫) সর্বশেষে অনলাইনে পেমেন্ট করা হয়ে গেলে ফর্মটি সাবমিট করতে হবে।
৬) সমস্ত কাজ শেষ হওয়ার পরে আবেদন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিয়ে বাড়িতে রেখে দিতে হবে পরবর্তীকালে সেই প্রিন্ট আউট টি কাজে লাগবে।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে প্রতিটি পদের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশ করার পরে এখানে ইন্টারভিউ হবে এবং পদ অনুযায়ী কম্পিউটার টাইপিং হবে এবং সর্বশেষে ডকুমেন্টস ভিত্তিক নম্বর রয়েছে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন শুরু এবং শেষ :
এই আপডেটটি শুধুমাত্র কর্মসংস্থান পেপারে দিয়েছে। এখনো WBSSC পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি কিন্তু খুব শীঘ্রই সেপ্টেম্বর মাসের শুরুতে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় আমরা নেক্সট আপডেট জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ।
Website Link | Click Here |
Notice | Click Here |