Shramashree Scheme West Bengal – আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন যার নাম দিয়েছেন “শ্রমশ্রী প্রকল্প” (Shramashree Scheme West Bengal 2025) প্রতি মাসে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে।
Shramashree Scheme West Bengal
শ্রমশ্রী প্রকল্প কেন চালু হল
কাজের জন্য অনেক শ্রমিক বাঙালি ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করেন। বাঙালি শ্রমিকরা ভাষাগত বৈষম্য। বিভিন্ন ক্ষেত্রে নানা রকম হয়রানির মুখে পড়তে হতে চলেছে বাঙ্গালী শ্রমিকরা। হাজার হাজার বাঙালি শ্রমিক পরিবারের কাছে ফিরে এসেছে। তাই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জীবিকা পূর্ণ গঠনের জন্যই নতুন প্রকল্প চালু করেছে শ্রমশ্রী প্রকল্প ২০২৫।
শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কি কি
যে সকল শ্রমিক এই প্রকল্পে সুবিধা নিতে চান তাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হয়েছে সুবিধা সহ।
১) শ্রমিকরা নিজের রাজ্যে ফেরার সময় প্রতিটি শ্রমিক পরিবারকে 5 হাজার টাকা করে দেওয়া হবে।
২) নতুন শ্রমিকরা নিজের রাজ্যে ফিরে এসে নতুন কাজ না পাওয়া পর্যন্ত এক বছরের জন্য মাসে ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে।
৩) শ্রমিকরা খাদ্য সাথী প্রকল্পের বিনামূল্যে সুবিধা পাবে এবং রেশন নেওয়ার সুবিধা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
৪) প্রতিটি শ্রমিকদের স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে তারা বিনামূল্যে চিকিৎসা এর সুবিধা পাবে।
৫) উৎকর্ষ বাংলা ও কর্মশ্রী প্রকল্প এর মাধ্যমে ফিরে আসা শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।
৬) রাজ্যের শিশুদের সরকারি স্কুলে ভর্তি করার ব্যবস্থা এবং কমিউনিটি কিচেন থেকে খাদ্য ইত্যাদি বিভিন্ন রকম সুবিধা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
Shramashree Scheme West Bengal
উপকৃত কতজন মানুষ হবেন
বাইরে থেকে নিজে রাজ্যে ফিরে আসা সরকারি তথ্য অনুযায়ী প্রায় ২,৭৩০ জন পরিবার এসেছে। তাই সরকারের ঘোষণা আগামী দিনে প্রায় বাজ লক্ষ পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন।
আরও পড়ুন : স্কুলে গ্রুপ ডি, ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ ২০২৫ | School Job Recruitment 2025
আবেদন পদ্ধতি কিভাবে
মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই শ্রমশ্রী প্রকল্পে আবেদন শুরু হবে এবং একটি নতুন পোর্টাল চালু করা হবে।
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এর মাধ্যমে অথবা সরকারের পক্ষ থেকে একটি দুয়ারে সরকারের মতো ক্যাম তৈরি করা হবে।
Shramashree Scheme West Bengal
প্রয়োজনীয় কাগজপত্র
- আধার কার্ড অথবা ভোটের কার্ড
- রেশন কার্ড
- ব্যাংকের পাস বই
- কর্মস্থলের তথ্য
এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে।
Shramashree Scheme West Bengal
উপসংহার
রাজ্যে শ্রমশ্রী প্রকল্প চালু হলো এবং এখানে মাসিক ভাতা আর্থিক সহায়তা ও খাদ্য এবং স্বাস্থ্য সুবিধা ইত্যাদি বাইরে থেকে আসা নিজের রাজ্যে শ্রমিকরা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন।
Website Link | Click Here |
Update Link | Click Here |