আনন্দধারা প্রকল্পে নিয়োগ 2025 | BDSP Job Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BDSP Job Recruitment 2025 – আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নতুন করে ব্লকে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার (BDSP) পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে আবেদন সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। BDSP Job Recruitment 2025

বেতন সীমা:
এখানে মাসে ২৪ দিন কাজ হবে প্রতিদিন ৩০০ টাকা করে বেতন প্রদান করা হবে। কাজের ক্ষেত্রে কোনো কারণে বাইরে গেলে সেই খরচ আলাদাভাবে দেওয়া হবে এবং ২৪ দিন কাজ করে ৭২০০ টাকা বেতন পাবে সরকারি নিয়ম অনুযায়ী।

BDSP Job Recruitment 2025

বয়স সীমা কত
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়স হিসাব করতে হবে ০১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী।

আরও পড়ুন : শ্রমশ্রী প্রকল্প ২০২৫ | Shramashree Scheme West Bengal

নিয়োগ প্রক্রিয়া কিভাবে
চাকরিপ্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে নিম্নে উল্লেখ করা হয়েছে কত নম্বরে লিখিত পরীক্ষা হবে।

লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের হবে। তারমধ্যে চারটি ধাপ রয়েছে, ধাপ গুলি কি কি।
১) লিখিত পরীক্ষায় ৬০ নম্বর
২) ২০ নম্বরের mcq হবে।
৩) অংক ১০ নম্বর
৪) লজিক ১০ নম্বর

কম্পিউটারের টেস্ট নেওয়া হবে চাকরিপ্রার্থীদের ১৫ নম্বর এবং গ্রুপ ডিসকাশন এর জন্য ১৫ নম্বর। সর্বশেষে সাক্ষাৎকারের জন্য ১০ নম্বর থাকবে। মোট ১০০ নম্বর।

BDSP Job Recruitment 2025

আবেদন পদ্ধতি
আনন্দধারা প্রকল্পে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শুধুমাত্র এর রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। কোন কারনে হাতে জমা করলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতা
1) এখানে চাকরিপ্রার্থীকে কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার জ্ঞান থাকতে হবে।
2) চাকরিপ্রার্থীকে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
3) সর্বশেষে SHG বা CBO অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে শুধুমাত্র স্বনির্ভর দলের মহিলা প্রার্থীর এই আবেদন করতে পারবে।

BDSP Job Recruitment 2025

আবেদনের শুরু ও শেষ তারিখ
আগামী ১১ই আগস্ট ২০২৫ আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে ২৫ শে আগস্ট ২০২৫ বিকাল তিনটা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবে।

আবেদন পাঠানোর ঠিকানা

Block Development Officer, Patashpur-I Block
Office of the Patashpur-I Development Block
Vill: Basudevpur, P.O: Amarshi, P.S: Patashpur
District: Purba Medinipur, PIN – 721454
BDSP Job Recruitment 2025

উপসংহার
আনন্দধারা প্রকল্পে BDSP পদে শুধুমাত্র মহিলা সদস্যরা (SHG) আবেদন করতে পারবে। আবেদন নির্দিষ্ট সময়ের আগে পোস্টারে পাঠিয়ে দিতে হবে। এখানে চুক্তির ভিত্তিক চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হচ্ছে।

তাই আবেদন করার পূর্বে এই প্রতিবেদনের নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি সঠিকভাবে ডাউনলোড করুন সম্পূর্ণ তথ্য গুলি মনোযোগ সহকারে দেখুন এবং নিজের দায়িত্বে চাকরিপ্রার্থীরা আবেদন করুন।

Website Link Click Here
Notice Link Download

আমি জাকিরুল মিয়া এবং wbicds.com হল আপনার বিশ্বস্ত অঙ্গনওয়াড়ি চাকরির ওয়েবসাইট, যেখানে আপনি প্রতিদিন সরকারি ICDS নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র এবং পশ্চিমবঙ্গের কর্মী, সহায়ক এবং সুপারভাইজার পদের ফলাফল পেতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment