হেল্পার পদে নতুন নিয়োগ 2025 | Block Helper Job Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Block Helper Job Recruitment 2025 – গ্রাম পঞ্চায়েতের স্থানীয় স্বনির্ভর দলের উদ্দেশ্যে আবারো নতুন করে বিভিন্ন পদে হেল্পার সহ কর্মী নিয়োগ করা শুরু হয়েছে। নিম্নে বিস্তারিত আবেদনসহ দেখানো হয়েছে মনোযোগ সহকারে পড়ুন।

আবেদন শুরু – আগামী 01/08/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তাই আর দেরি না করে সকল চাকরিপ্রার্থী আবেদন ফর্ম জমা করুন।

Block Helper Job Recruitment 2025

আবেদনের শেষ তারিখ – আগামী ১১ই আগস্ট ২০২৫ তারিখে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

পদের নাম কি কি:

Post Vacancy
Caretaker 1
Cook 1
Helper 1
Night Guard 1
Cleaner/কর্ম বন্ধু 1

শিক্ষাগত যোগ্যতা – এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা আলাদা থাকবে এর পাশাপাশি স্বনির্ভর দলের দু থেকে তিনজন সদস্যকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে গ্রুপ D নিয়োগ 2025 | Gram Panchayat Recruitment 2025

  • Caretaker পদে নিযুক্তর জন্য সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।
  • স্বনির্ভর দলকে অবশ্যই বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে। পাঁচশোয়া গ্রামের রবীন্দ্র বিদ্যাপীঠ সংখ্যালঘু বয়েজ হোস্টেলের ১০০ কিলোমিটার এর মধ্যে অবস্থিত হলে চাকরির প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
  • শনিবার দলকে অবশ্যই গ্র েড পাস হতে হবে এবং গ্রেট A উপলব্ধ না থাকলে গ্রেড B কে অগ্রাধিকা দেওয়া হবে।

আরো জানিয়েছে স্বনির্ভর দলকে এর ঋণ পরিশোধ করা থাকলে এই পদ গুলিতে আবেদন নথিভুক্ত করতে পারবে।

Block Helper Job Recruitment 2025

ইন্টারভিউ শুরু – আগামী ১৩ ই আগস্ট ২০২৫ তারিখে সকাল ১১ টার সময় বোলপুর শ্রীনিকেতন ব্লকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ জন্য সকল চাকরি প্রার্থীকে সমস্ত নথিপত্র আসল এবং দু কপি জেরক্স নিয়ে স্বনির্ভর দলের সকল সদস্যকে আসতে হবে।

Block Helper Job Recruitment 2025

আরো বিস্তারিত তথ্য জানার জন্য নিম্নে অফিশিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে ক্লিক করে তথ্য গুলি মনোযোগ সহকারে দেখুন বিজ্ঞপ্তি ডাউনলোড করে।

🔗 অফিসিয়াল নোটিশ (PDF):
Download Notification PDF

📝 অফিসিয়াল ওয়েবসাইট:
Visit Official Site

আমি জাকিরুল মিয়া এবং wbicds.com হল আপনার বিশ্বস্ত অঙ্গনওয়াড়ি চাকরির ওয়েবসাইট, যেখানে আপনি প্রতিদিন সরকারি ICDS নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র এবং পশ্চিমবঙ্গের কর্মী, সহায়ক এবং সুপারভাইজার পদের ফলাফল পেতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment