2025 সালে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হবে | ICDS Anganwadi Salary Update 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICDS Anganwadi Salary Update 2025 – ICDS অঙ্গনওয়াড়ি কর্মী (AWW) দের বেতন ৩,০০০ হাজার থেকে ৪,৫০০ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সম্প্রতি অঙ্গনারী কর্মীদের মাসিক সম্মানীয় ভাতা বাড়ানো ঘোষণা হয়েছে।

ICDS Anganwadi Salary Update 2025

নতুন বেতনের বৃদ্ধি:

1) অঙ্গনওয়াড়ি কর্মীদের 3,000/- হাজার টাকা আগে বেতন ছিল এখন 4,500/- টাকা বেতন দেওয়া হয়।

2) মিনি অঙ্গনারী কর্মীদের প্রতি মাসে ২,২৫০/- টাকা বেতন ছিল এখন তা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

3) অঙ্গনারী সহায়ক (Helper) দের বেতন ১৫০০/- টাকা এখন সেটা বাড়িয়ে ২,২৫০/- টাকা করা হয়েছে।

বেতন হিসেবে বোঝা যাচ্ছে আগের তুলনায় এখন প্রায় ৫০ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে।

বেতন বৃদ্ধি কেন:

অঙ্গনারী সংস্থায় শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি এবং প্রাথমিক প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন গ্রামীণ ও শহরে এলাকায় অঙ্গনারী কর্মীরা কাজ করে থাকেন। এই সমস্ত কাজের বিশেষ গুরুত্ব হিসাবে সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য দপ্তরে ৫০১৮টি শূন্যপদে নিয়োগ | WBHRB Staff Nurse Recruitment 2025

নিজের রাজ্যে কত:
কিছু কিছু রাজ্যে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে আলাদাভাবে বাড়তি কিছু টাকা প্রদান করা হচ্ছে।

বেতন বাড়ানো আন্দোল:
অনেক রাজ্যে কর্মীদের বেতন অনেক কম রয়েছে এবং সেই বেতন হিসেবে তাদের বেতন বাড়ানোর জন্য কর্মীরা আন্দোলন শুরু করেছে।

এর পাশাপাশি রাজ্যের অঙ্গনারী কর্মীরা সমস্ত তথ্য অনুযায়ী সরকারের কাছে প্রস্তাব জমা দেওয়া শুরু করেছে এবং বেতন বাড়ানোর দাবিতে।

ICDS Anganwadi Salary Update 2025

উপসংহার :
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বাড়িয়ে দিলে লক্ষ লক্ষ মানুষের উপকৃত হবে। কবে থেকে নতুন বেতন বাড়ানো হবে এবং রাজ্যের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আপনাদের জানানো যাবে।

এছাড়াও প্রতিনিয়ত অঙ্গনারী কর্মী বিষয়ে খবর পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট wbicds.com ফলো করুন।

Website Link Click Here
Notice Link Click Here

আমি জাকিরুল মিয়া এবং wbicds.com হল আপনার বিশ্বস্ত অঙ্গনওয়াড়ি চাকরির ওয়েবসাইট, যেখানে আপনি প্রতিদিন সরকারি ICDS নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র এবং পশ্চিমবঙ্গের কর্মী, সহায়ক এবং সুপারভাইজার পদের ফলাফল পেতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment