ICDS অঙ্গনওয়াড়ি চাকরি কিভাবে পাবেন | ICDS Job Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার এবং সুপারভাইজার পদে কিভাবে চাকরি পাবেন। রাজ্যের ২৩ টি জেলার প্রতিনিয়ত খবর গুলি কিভাবে পাবেন নিম্নে উল্লেখ করা হয়েছে। ICDS Job Recruitment 2025

রাজ্যের প্রতিটি জেলার নাম নিচে দেওয়া হয়েছে –

কোচবিহার আলিপুরদুয়ার উত্তর 24 পরগনা
উত্তর দিনাজপুর কোলকাতা কালিম্পঙ
জলপাইগুড়ি দক্ষিন 24 পরগনা নদীয়া
দক্ষিন দিনাজপুর দার্জিলিং পশ্চিম বর্ধমান
পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান
পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম
মালদা মুর্শিদাবাদ হাওড়া
হুগলি ঝাড়গ্রাম

আপনারা কোন জেলা থেকে প্রতিবেদনটি পড়তেছেন সেই জেলার নামটি অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা ওই জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে জানিয়ে দেবো।

ICDS অঙ্গনওয়াড়ি পদের ধরন

  • Worker – অঙ্গনওয়াড়ি কর্মী
  • Helper – অঙ্গনওয়াড়ি সহায়িকা
  • Supervisor – সুপারভাইজার

ICDS Job Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা:

  • ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে।
  • ICDS সহায়িকা পদের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী যোগ্যতা মাঝেমাঝে চেঞ্জ করা হচ্ছে।
  • ICDS সুপারভাইজার পদের জন্য চাকরিপ্রার্থীকে বি.এ (B.A) বা স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে তাহলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে।

ICDS Job Recruitment 2025

বয়স সীমা (Age Limit) :

এখানে সকল পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে করা হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে ST, OBC, EWS, ST ইত্যাদি কাস্ট এর ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার মধ্যে কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে সে বিষয়ে সঠিক সরকারি বিষয়ে জানার জন্য আপনারা এই (wbicds.com) ওয়েবসাইট ফলো করবেন এবং সেখানে প্রতিটি জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে আমরা জানিয়ে দেবো এই ওয়েবসাইটে।

ICDS Job Recruitment 2025

প্রয়োজনীয় ডকুমেন্টস:

আবেদনকারীদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে রেডি করতে হবে যাতে আবেদন শুরু হলে কোন রকম সমস্যা না হয় তার জন্য নিচে দেওয়া কাগজপত্র রেডি রাখুন।

  1. জন্মের প্রমাণপত্র
  2. যোগ্যতার সার্টিফিকেট
  3. কাস্ট সার্টিফিকেট
  4. রেসিডেন্ট অঞ্চলের

আবেদন শুরু হয়ে গেলে সকল চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুযায়ী ভালোভাবে পড়ে বুঝে ফর্মটি ফিলাপ করবেন। সরকারি নোটিশ ডাউনলোড করার জন্য আপনারা এই ওয়েবসাইট wbicds.com ফলো করবেন।

ICDS Job Recruitment 2025

বেতন সীমা (Salary) :

পশ্চিমবঙ্গে যে সকল চাকরিপ্রার্থী এই তিনটি পদে চাকরি পাবেন তাদের রাজ্য ও কেন্দ্র সরকার মিলে বেতন প্রদান করা হয়। তাই প্রতিটি পদের ক্ষেত্রে বেতন কিন্তু আলাদা আলাদা হয়েছে।

ICDS পরীক্ষা :

আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের কিছু কিছু পদের ক্ষেত্রে সরাসরি লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ কবে এবং কোথায় হবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে সঠিকভাবে আপনারা জানতে পারবে।

Website Link Click Here
Notification Download

আমি জাকিরুল মিয়া এবং wbicds.com হল আপনার বিশ্বস্ত অঙ্গনওয়াড়ি চাকরির ওয়েবসাইট, যেখানে আপনি প্রতিদিন সরকারি ICDS নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র এবং পশ্চিমবঙ্গের কর্মী, সহায়ক এবং সুপারভাইজার পদের ফলাফল পেতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment