Parivesh Bondhu Recruitment 2025 – রাজ্যে নতুন করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) প্রকাশ করেছে পরিবেশ বন্ধু পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। এখানে অনলাইনে আবেদন করতে পারবেন নিম্নে পদ্ধতিগুলি দেখানো হয়েছে।
মোট শূন্যপদ – 68টি
UR | 21 |
UR (Ex-Serviceman | 04 |
PWD | 02 |
MSP | 01 |
EWS | 05 |
SC | 10 |
SC (Ex-Serviceman) | 02 |
ST | 04 |
ST (Ex-Serviceman) | 01 |
OBC – A | 07 |
OBC -A (Ex-Serviceman) | 01 |
OBC – B | 04 |
OBC – B (Ex-Serviceman) | 01 |
Parivesh Bondhu Recruitment 2025
বয়সীমা
চাকরিপ্রার্থীকে সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন যোগ্য এবং বয় হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
বেতন সীমা
এখানে Pay Level -1 (ROPA 2019) অনুযায়ী সরকারের পক্ষ থেকে বেতন প্রদান করা হবে কিন্তু প্রতি মাসে ২২০০০/- এর বেশি বেতন থাকবে শুরুতে। এছাড়াও এখানে বেসিক পে ছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে।
Parivesh Bondhu Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা
১) চাকরির প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আবেদন করার জন্য।
২) এর পাশাপাশি শারীরিকভাবে সক্ষম থাকতে হবে এবং প্রার্থীকে স্ট্রং হতে হবে।
৩) আরো জানিয়েছে চাকরিপ্রার্থীকে ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক বা সমমান পাস থাকলেও আবেদন করতে পারবে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ICDS কর্মী বিক্ষোভ ২০২৫ | West Bengal ICDS Worker Protest 2025
আবেদন ফি
- এখানে UR/EWS/OBC প্রার্থীদের 150/- টাকা প্রদান করতে হবে এবং প্রসেসিং ফি 50/- টাকা দিতে হবে মোট 200/- টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে চাকরিপ্রার্থীর।
- SC/ST/PWD প্রার্থীদের শুধুমাত্র প্রসেসিং ফি 50/- টাকা প্রদান করতে হবে।
কোন রকম ভাবে অনলাইনে পেমেন্ট হয়ে গেলে ওই টাকা কোনভাবেই কিন্তু ফেরত পাওয়া যাবে না।
সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট ফি জমা করতে হবে। অনলাইনে ফি দেওয়ার জন্য সেখানে সিস্টেম দেওয়া থাকবে ক্লিক করলে সমস্ত তথ্য ওপেন হয়ে যাবে।
Parivesh Bondhu Recruitment 2025
আবেদন পদ্ধতি
1) আবেদনকারী প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। তার জন্য wbmsc.org এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
2) এর পাশাপাশি বয়সের প্রমাণপত্র, কস্ট সার্টিফিকেট, যোগ্যতার প্রমাণপত্র এই সমস্ত কাগজপাতি স্থান করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে, চাকরিপ্রার্থীকে ফ্রি অনলাইনে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগামী ১৭ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা, অনলাইনে ফ্রি পেমেন্ট করতে পারবেন। তাই আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিশ মনোযোগ সহকারে ফলো করবেন এবং নিজের দায়িত্ব আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
সকল চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করার পরে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা হওয়ার পরে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীকে নির্বাচন করা হবে।
পরীক্ষার তারিখ এবং সিলেবাস এর পাশাপাশি প্রার্থীদের এডমিট কার্ড সমস্ত কিছু বিষয় অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে সেখান থেকেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
একই ব্যক্তি বারবার আবেদন জমা করলে সেই আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদন ফি প্রদান করলে সেই ফি কোন রকম ভাবে ফেরত পাওয়া যাবে না।
Parivesh Bondhu Recruitment 2025
Website Link | Click Here |
Notification | Download |