খাদ্য দপ্তরে গ্রুপ D নিয়োগ শুরু | WB Food Department Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Food Department Recruitment 2025 – পশ্চিমবঙ্গ সরকারের (WB Food Supplies Department) পক্ষ থেকে খাদ্য দপ্তরে নতুন করে গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নিম্নে বিস্তারিত তথ্য গুলি উল্লেখ করা হয়েছে।

WB Food Department Recruitment 2025

পদের নাম (Post Name):

এখানে নতুন করে খাদ্য দপ্তরে গ্রুপ – D পদে নিয়োগ শুরু হয়েছে।

বেতন সীমা (Salary) :

আবেদন করার পরে গ্রুপ ডি পদে চাকরি হলে মাসিক বেতন শুরুতে ১৫ হাজার টাকা বেতন প্রদান করা হবে।

এখানে কনট্রাক্ট চুয়াল ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে 1 বছরের জন্য এবং পরবর্তীকালে সরকারি নিয়ম অনুযায়ী সময় বাড়াতে পারে।

WB Food Department Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা: 

ন্যূনতম অষ্টম শ্রেণি পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এর পাশাপাশি চাকরিপ্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে তাহলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে।

বয়স সীমা (Age Limit):

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স কত হবে ১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী।

WB Food Department Recruitment 2025

নিয়োগ প্রক্রিয়া:

এখানে ১:৩ অনুযায়ী চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকানো হবে। সম্পূর্ণ নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাসের উপর ভিত্তি করে এবং কোন ব্যক্তির নম্বর একই হয়ে থাকলে বয়স বেশি থাকে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: 

এখানে সম্পূর্ণ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন পত্রটির সাথে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে আবেদন পত্রটি জমা করতে হবে।

WB Food Department Recruitment 2025

খামের উপর লিখতে হবে –

“Application for engagement of contractual Group D personnel in the Food & Supplies Department”

প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি

  • আধার কার্ড অথবা ভোটের কার্ড
  • জন্মের প্রমাণ পত্র
  • যোগ্যতার সার্টিফিকেট
  • রেশন কার্ড
  • অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট
  • নিজের পাসপোর্ট সাইট ফটো
  • এছাড়া ইত্যাদি

আবেদনের শেষ তারিখ:

আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিসটি মনোযোগ সহকারে দেখুন নিম্নে দেওয়া হয়েছে।

Website Link Click Here
Notification Download

আমি জাকিরুল মিয়া এবং wbicds.com হল আপনার বিশ্বস্ত অঙ্গনওয়াড়ি চাকরির ওয়েবসাইট, যেখানে আপনি প্রতিদিন সরকারি ICDS নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র এবং পশ্চিমবঙ্গের কর্মী, সহায়ক এবং সুপারভাইজার পদের ফলাফল পেতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment