WB ICDS Latest News 2025 – ICDS ও আশা কর্মীদের জন্য পূজোর আগেই 10,000 হাজার টাকা অনুদান ঘোষণা। এই টাকা সরাসরি ব্যাংক একাউন্টে জমা হবে। সঙ্গে আবারো থাকছে মোবাইল ফোন কেনার EMI সুবিধা। নিম্নে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। WB ICDS Latest News 2025
WB ICDS Latest News 2025
পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য বিরাট বড় নতুন খুশির খবর। পুজোর আগেই আইসিডিএস অঙ্গনারী ও আশা কর্মীদের ১০,০০০/- হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই অনুদান সরাসরি কর্মীদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে।
টাকা কেন দেওয়া হচ্ছে:
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীরা প্রতিনিয়ত গ্রামীণ এবং শিশু ও মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি এবং চিকিৎসা নিয়ে কাজ করেন। তাদের এই কাজের সন্তুষ্ট হয়ে এবং পারিশ্রমিক হিসাবে পুজোর আগেই ১০ হাজার টাকা দেওয়া হবে।
WB ICDS Latest News 2025
টাকা কবে পাওয়া যাবে:
সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই টাকা সরাসরি কর্মীদের ব্যাংক একাউন্টে চলে আসবে। কর্মীরা দুর্গা পুজোর আগে নিশ্চিন্তে এই অর্থ ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন : কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২৫ | WBMSC Conservancy Mazdoor Recruitment 2025
টাকা কিভাবে দেওয়া হবে :
সকল আইসিডিএস কর্মী ও আশা কর্মীদের কোন অফিসে গিয়ে টাকা তুলতে হবে না। সরাসরি কর্মীর ব্যাংক একাউন্টে জমা হবে। এর পাশাপাশি প্রত্যেক কর্মীর নাম আগে থেকেই তালিকাভুক্ত থাকবে এই ১০ হাজার টাকার লিস্টে।
WB ICDS Latest News 2025
মোবাইল ফোন কেনার সুযোগ :
ICDS অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের এই অনুদানের সঙ্গে আরও একটি ভালো খবর রয়েছে।
১) কর্মীরা সহজে কিস্তিতে (EMI) মোবাইল ফোন কিনতে পারবেন।
২) কোম্পানির পক্ষ থেকে কর্মীদের নির্দিষ্ট কিছু ছাড় থাকবে।
৩) মাসির কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে।
৪) কর্মীদের কাজের রিপোর্ট অথবা গ্রুপ মেসেজ অথবা সরকারি তথ্য আদান-প্রদান করা খুব সহজ হবে মোবাইলটি থাকলে।
উপসংহার :
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত রয়েছে, ICDS অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বিরাট বড় সুখবর কারণ পুজোর আগে হাতে টাকা পেলে উৎসবের আনন্দ অনেকটাই বেড়ে যাবে। এর পাশাপাশি নতুন মোবাইল কিনতে পারলে তাদের কাজের সুবিধা আরো অনেকটাই এগিয়ে যাবে।
WB ICDS Latest News 2025
Website | Click Here |
New Job | Click Here |
FAQ – WB ICDS ও ASHA কর্মীদের 10,000 টাকা ভাতা 2025
1. WB ICDS অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা কত টাকা পাবেন?
উত্তর – যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন তারা প্রত্যেকেই পূজোর আগেই ১০,০০০ টাকা পেয়ে যাবেন।
2. ১০,০০০ অনুদান পাওয়ার জন্য কি কি করতে হবে?
উত্তর – এখানে কর্মীদের কিছু করতে হবে না সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
3. এই টাকা কবে দেওয়া হবে?
উত্তর – কর্মীদের অনুদান হিসেবে ১০ হাজার টাকা সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে।
4. ICDS অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের কেন এই অনুদান দেওয়া হচ্ছে?
উত্তর – কর্মীরা সারা বছরে প্রচুর পরিমাণে সমাজ সেবার স্বীকৃত হিসাবে এবং পুজোর সময় কিছুটা আর্থিক স্বস্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অনুদান।
5. এই সুবিধা কাদের জন্য প্রযোজ্য হবে?
উত্তর – পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য এই আর্থিক সুবিধাটি রয়েছে।