কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ ২০২৫ | WBMSC Conservancy Mazdoor Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBMSC Conservancy Mazdoor Recruitment 2025 – পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন (WBMSC) নতুন 675 টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে আবেদন পদ্ধতি দেখানো হয়েছে। WBMSC Conservancy Mazdoor Recruitment 2025

মোট শূন্যপদ – 675টি
সংস্থা – পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

WBMSC Conservancy Mazdoor Recruitment 2025

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :
আগামী ১৪ই আগস্ট ২০২৫ তারিখে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম:
এখানে কনজারভেন্সী মজদুর পদে নিয়োগ শুরু হয়েছে।

WBMSC Conservancy Mazdoor Recruitment 2025

বেতন সীমা :
এখানে পে লেভেল – 1 (ROPA 2019 অনুযায়ী প্রতিমাসে ১৭ হাজার টাকা থেকে ৪৩ হাজার টাকা বেতন প্রদান করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

শিক্ষাগত যোগ্যতা:
চাকরি প্রার্থীকে পড়তে ও লিখতে জানতে হবে। এখানে ন্যূনতম যোগ্যতায় চাকরিজীরা আবেদন করতে পারছে না সুবর্ণ সুযোগ রয়েছে সকল চাকরি প্রার্থীদের।

WBMSC Conservancy Mazdoor Recruitment 2025

বয়স সীমা কত:
চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে 01 জানুয়ারি তারিখ 2025 অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

গুরুত্বপূর্ণ তথ্য :
এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা স্থায়ী বাসিন্দা হলে ছেলে ও মেয়ে প্রত্যেককেই আবেদন নথিভুক্ত করতে পারবে। প্রমাণ পত্র হিসেবে নিম্নে কাগজপত্র গুলি দিতে হবে।

WBMSC Conservancy Mazdoor Recruitment 2025

প্রয়োজনীয় ডকুমেন্টস:

জন্ম সার্টিফিকেট
স্কুলের সার্টিফিকেট
আধার কার্ড
ভোটের কার্ড
ড্রাইভিং লাইসেন্স
পাসপোর্ট ফটো
এছাড়া অন্যান্য

আবেদনের শেষ তারিখ – আগামী ১৭ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থী খুব সহজে অনলাইনে মাধ্যমে আবেদন নথিভূক্ত করতে পারবে।

Website Click Here
         Notice Download

আমি জাকিরুল মিয়া এবং wbicds.com হল আপনার বিশ্বস্ত অঙ্গনওয়াড়ি চাকরির ওয়েবসাইট, যেখানে আপনি প্রতিদিন সরকারি ICDS নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার তারিখ, প্রবেশপত্র এবং পশ্চিমবঙ্গের কর্মী, সহায়ক এবং সুপারভাইজার পদের ফলাফল পেতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment